আপনার সেরা লেখাটা শৈশব পত্রিকায় প্রকাশের জন্য পাঠিয়ে দিন।

শৈশব

মেঘের পরে মেঘ জমেছে



মেঘের পরে মেঘ জমেছে

আঁধার করে আসে,
আমায় কেন বসিয়ে রাখ
একা দ্বারের পাশে।
কাজের দিনে নানা কাজে
থাকি নানা লোকের মাঝে,
আজ আমি যে বসে আছি
তোমারি আশ্বাসে।
আমায় কেন বসিয়ে রাখ
একা দ্বারের পাশে।
তুমি যদি না দেখা দাও,
কর আমায় হেলা,
কেমন করে কাটে আমার
এমন বাদল-বেলা।
দূরের পানে মেলে আঁখি
কেবল আমি চেয়ে থাকি,
পরান আমার কেঁদে বেড়ায়
দুরন্ত বাতাসে।
আমায় কেন বসিয়ে রাখ
একা দ্বারের পাশে।
 
রবীন্দ্রনাথ ঠাকুর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ